Header Ads

বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু!

 

বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু!

বিহারে উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু!


উদ্বোধনের আগেই ভেঙে পড়লো সেতু। ভারতের বিহারে ঘটেছে এমন ঘটনা। এমনটা জানিয়েছে এনডিটিভিসহ দেশটির একাধিক সংবাদমাধ্যম।

আরারিয়ার খরস্রোতা বাকরা নদীর ওপর ১২ কোটি রুপিতে তৈরি হয়েছিল সেতুটি। অপেক্ষায় ছিল উদ্বোধনের। মঙ্গলবার (১৮ জুন) হঠাৎই ধসে পড়ে নদীর ওপর থাকা কংক্রিটের সেতুর বিশাল অংশ। মুহূর্তের মধ্যেই তলিয়ে যায় নদীতে।

এ ঘটনায় নির্মাণ প্রতিষ্ঠানকে দায়ী করছে স্থানীয় প্রশাসন। নির্দেশ দিয়েছে তদন্তের। কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গাড়কারির দাবি, সড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের আওতায় নির্মাণ হয়নি সেতুটি। তাই এর দায় রাজ্য সরকারের।

উল্লেখ্য, গত মার্চেও বিহারের সুপালে একটি নির্মানাধীন সেতু ধসের ঘটনা হয়। এতে মৃত্যুও হয় একজনের। এ ঘটনাতেও পরস্পরকে দোষারোপ করে রাজ্য ও কেন্দ্রীয় সরকার।

No comments

Powered by Blogger.