Header Ads

আমন্ত্রণ আর নিমন্ত্রণ এর মধ্যে পার্থক্য কী? অনেকেই জানেন না

 

                                 আমন্ত্রণ আর নিমন্ত্রণ এর মধ্যে পার্থক্য কী? অনেকেই জানেন না

আজকাল সোশ্যাল মিডিয়া হোক বা ইন্টারনেটের বিভিন্ন প্লাটফর্ম গুলিতে আকর্ষণীয় প্রশ্নগুলি ভাইরাল হচ্ছে এবং অনেকেই তা জানার চেষ্টা করে। এমনকি প্রতিযোগিতামূলক পরীক্ষায় ও ইন্টারভিউ গুলোতেও এই ধরনের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, যা হয়তো আগে কখনো শোনেন নি।

  ১) প্রশ্নঃ বলুন তো কোন ভিটামিনের অভাবে অতিরিক্ত শীত লাগে?

উত্তরঃ বিশেষজ্ঞদের মতে, শরীরে আয়রনের অভাব ও ভিটামিন বি১২-র ঘাটতি হলে, অতিরিক্ত পরিমাণে শীত অনুভূত হয়।


  ২) প্রশ্নঃ জানেন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম কোন দেশের কোম্পানি?

উত্তরঃ ইনস্টাগ্রাম হলো আমেরিকার কোম্পানি।


৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প হওয়ার ঘটনা ঘটে?

উত্তরঃ বিশ্বের মধ্যে একমাত্র জাপান দেশে সবচেয়ে বেশি ভূমিকম্প অনুভূত হয়।

 

 ৪) প্রশ্নঃ এমন কোন প্রাণী যার শরীরে তিনটি হৃদপিণ্ড রয়েছে?

উত্তরঃ আসলে অক্টোপাসের শরীরের তিনটি হৃদপিণ্ড রয়েছে।


৫) প্রশ্নঃ ভারতের প্রথম কোন শহরে বিদ্যুতের পরিষেবা শুরু হয়েছিল?

উত্তরঃ সর্বপ্রথম ১৮৯৯ সালে কলকাতা শহরে বিদ্যুতের ব্যবহার শুরু হয়েছিল।


৬) প্রশ্নঃ ভারতের কোন শহরে টাকাপয়সা ও সরকার চলে না?

উত্তরঃ তামিলনাড়ুর একটি বিখ্যাত শহর, যার নাম অরোভিল। এই শহরে কোন টাকা-পয়সা ও সরকার চলে না।


৭) প্রশ্নঃ জানেন কোন প্রাণী দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না?

উত্তরঃ একমাত্র শুকর দাঁড়িয়ে থাকা অবস্থায় আকাশের দিকে তাকাতে পারে না। 


 ৮) প্রশ্নঃ মানুষের হৃদপিণ্ড কখন ১ মিলি সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়?

উত্তরঃ আসলে হাঁচি দেওয়ার সময় মানুষের হৃদপিণ্ড ১ মিলি সেকেন্ডের জন্য স্তব্ধ হয়ে যায়।


৯) প্রশ্নঃ জানেন বিশ্বের কোন দেশের পতাকা চতুর্ভুজাকৃতি নয়?

উত্তরঃ আসলে নেপাল একমাত্র দেশ, যার পতাকা চতুর্ভুজাকৃতি নয়। এদেশের পতাকা ত্রিভুজাকৃতি হয়ে থাকে।


১০) প্রশ্নঃ জানেন আমন্ত্রণ আর নিমন্ত্রণ এর মধ্যে পার্থক্য কী?

উত্তরঃ আসলে কোন অনুষ্ঠানে বিশেষ কোনো অতিথিকে ডাকা হলে সেটাকে আমন্ত্রণ বলা হয়। কিন্তু বিয়ের অনুষ্ঠানে যখন কোন অতিথিকে আসতে বলা হয় তখন সেটা নিমন্ত্রণ, কারণ খাবারের ব্যবস্থা থাকলে তাকে নিমন্ত্রণ বলে।

https://www.toprevenuegate.com/uum4mzx0ud?key=1a18a6847c7547ff0925ed770f9e96af https://www.toprevenuegate.com/uum4mzx0ud?key=1a18a6847c7547ff0925ed770f9e96af

No comments

Powered by Blogger.