Header Ads

 

রংপুরে তিস্তার পানি কিছুটা কমলেও এখনো বিপৎসীমার ওপরে






তিস্তা নদীর কাউনিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ডালিয়া পয়েন্টে পানি আজ রোববার বিপৎসীমার ৪১ সেন্টিমিটার নিচে নেমেছে।

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রংপুরের বিভিন্ন নদ-নদীর পানি বাড়া-কমার মধ্যে রয়েছে। আজ রোববার সকাল নয়টায় তিস্তা নদীর পানি কাউনিয়া পয়েন্টে বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল এই পানি বিপৎসীমার ৪১ সেন্টিমিটার ওপরে ছিল।

গত ২৪ ঘণ্টায় রংপুরের কাউনিয়া পয়েন্টে ৫৬ মিলিমিটার এবং লালমনিরহাটের ডালিয়া পয়েন্টে ২৩ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। রংপুরের আকাশে মেঘ রয়েছে। থেমে থেমে হালকা বৃষ্টিও হচ্ছে। জেলার কাউনিয়া ও গঙ্গাচড়া উপজেলার নিম্নাঞ্চলে গতকাল শনিবার অধিকাংশ মানুষের বাড়িঘরে পানি উঠলেও আজ কিছুটা কমেছে। তবে নদীর তীরবর্তী মানুষের দুর্ভোগ কমেনি।

No comments

Powered by Blogger.